English Version
আপডেট : ১২ জুলাই, ২০২২ ১১:১০

এবার ৯৯ লাখ ৫১ হাজার পশু কুরবানি হয়েছে

অনলাইন ডেস্ক
এবার ৯৯ লাখ ৫১ হাজার পশু কুরবানি হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ বছর সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি গবাদিপশু কুরবানি করা হয়েছে। সোমবার (১১ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে আজও দেশের বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো পশু কুরবানি হচ্ছে।

এদিকে অনলাইন প্লাটফর্ম ‘ডিজিটাল পশুর হাট’-এ মোট ৭৩০ কোটি টাকার পশু বিক্রি হয়েছে। গত ১০ জুলাই (ঈদের আগের দিন) পর্যন্ত এই প্লাটফর্মে আঞ্চলিক হাটের ৫৯ হাজার ৪৮১টি এবং খামারিদের ১৭ হাজার ৫০২টি পশু বিক্রি হয়।

গতবছরও কুরবানিযোগ্য ২৮ লাখ ২৩ হাজার ৫২৩টি পশু অবিক্রিত থেকে যায়। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, গত বছর কুরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল এক কোটি ১৯ লাখ ১৬ হাজার ৭৬৫টি। এরমধ্যে কুরবানি হয় মোট ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি পশু।