English Version
আপডেট : ২৯ জুন, ২০২২ ১৩:৩৬

বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক, ১৭ কোটি টাকা বরাদ্দ

অনলাইন ডেস্ক
বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক, ১৭ কোটি টাকা বরাদ্দ

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক বন্যায় জরুরি সহায়তা দিতে দ্বিতীয় দফায় আগামী ৩০ জুন থেকে আরো ৫০ হাজার পরিবারকে দেড় হাজার টাকা করে মোট সাড়ে ৭ কোটি টাকার নগদ অর্থ সহায়তা দেবে। এর আগে সংস্থাটি নিজস্ব তহবিল থেকে তিন কোটি টাকায় ৫৯ হাজার পরিবারকে ত্রাণ দিয়েছে। বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিলেট ও সুনামগঞ্জের মোট ১২টি উপজেলায় এই ত্রাণ কার্যক্রম চলছে।

মঙ্গলবার ব্রাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এছাড়া বন্যা উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র পরিবারগুলোর মধ্যে পশুখাদ্য বিতরণ করা হচ্ছে। প্রত্যেক পরিবার ৪০ কেজি করে পশুখাদ্য পাচ্ছে। এই উদ্যোগে এসিআই উৎপাদনমূল্যে প্রায় ২০৩ মেট্রিক টন পশুখাদ্য এবং ব্র্যাক নার্সারি বিনামূল্যে দিয়েছে প্রায় ১২২ দশমিক ২৫ মেট্রিক টন শুকনো পশুখাদ্য।