English Version
আপডেট : ২৭ জুন, ২০২২ ১৩:৫৫

পদ্মা সেতু: ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন সেতু বিভাগ

অনলাইন ডেস্ক
পদ্মা সেতু: ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন সেতু বিভাগ

ভাইরাল হওয়া পদ্মা সেতুর ল্যাম্প স্ট্যান্ডের গোড়ার নাট খোলার ঘটনা কোন ষড়যন্ত্রের ইঙ্গিত, এবং সকাল নয়টায় মাওয়া প্রান্তের টোল প্লাজায় এসে বাইকারদের উত্তেজনাতেও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন সেতু বিভাগ।

সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন সোমবার সকালে বাংলাদেশ জার্নালকে এসব কথা জানান।

সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার পর সেতু বিভাগের নির্দেশনায় সোমবার সকাল ছয়টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকার।

সকালে মাওয়া প্রান্তের সেতু এলাকায় আসা মোটর যানের চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েন। যাত্রীরা জানান, সেতু পার হতে না পেরে ফেরি ঘাটে কয়েক ঘণ্টা অপেক্ষা করার পরও ফেরি না ছাড়ায় আবার সেতু এলাকায় আসেন। এবং সেতু পার হবার সুযোগ চেয়ে জোড়ালো দাবি করেন। প্রায় ১৫ মিনিট পদ্মা সেতু দিয়ে কোন যানবাহন পার হতে পারেনি। পরে ফেরি কর্তৃপক্ষের সাথে কথা বলে ফেরি কুঞ্জলতা ছাড়ার ব্যবস্থা করেন।