English Version
আপডেট : ২৬ জুন, ২০২২ ১৭:১২

প্রথম দিনে নিয়মে ছাড়, কাল থেকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রথম দিনে নিয়মে ছাড়, কাল থেকে জরিমানা

উদ্বোধনের পর পদ্মা সেতুর উপরে গাড়ি চলাচলের প্রথম দিনে নিয়মে ছাড় দিয়েছে কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী সেতুতে গাড়ির গতিসীমা সর্বোচ্চ ৬০ কিলোমিটার। হেলমেট ছাড়া বা মোটরসাইকেলে তিনজন যাত্রা করা নিষেধ। এছাড়া সেতুর উপর গাড়ি থামিয়ে ছবি তোলা যাবে না। এ নিয়মের ব্যত্যয় ঘটলেই গুনতে হবে জরিমানা! 

এমনটাই জানিয়েছেন শরিয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা।

তবে রোববার প্রায় সকলকেই দেখা গেছে সেতুতে নেমে সেলফি তুলতে। প্রথম দিন হওয়ায় এ বিষয়ে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু এরপর থেকে এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়ে কর্তৃপক্ষ।

শনিবার (২৫ জুন) দুপুর ১১টা ৫৮ মিনিটে মিনিটে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি মাওয়া প্রান্ত থেকে শরীয়তপুর জাজিরা প্রান্ত পর্যন্ত আসেন। উদ্বোধনের পর গ্রিন লাইনের একটি বাস সেতু পার হয়। তবে, আনুষ্ঠানিকভাবে রোববার থেকে পদ্মা সেতুতে যান-চলাচল শুরু হলো।