English Version
আপডেট : ২৩ জুন, ২০২২ ১০:২৪

১২ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

অনলাইন ডেস্ক
১২ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য গাজীপুরের কয়েকটি এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

জরুরি গ্যাস শাটডাউন বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য আজ বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর ১২টা হতে রাত ১২টা পর্যন্ত কালিয়াকৈর হতে কোনাবাড়ি ডিগ্রি কলেজ পর্যন্ত রাস্তার উভয়পাশে বিদ্যমান ৮ ইঞ্চি ও ১০ ইঞ্চি ব্যাস ও ৫০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত সকল শ্রেণির গ্রাহকগণের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এবং আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।