English Version
আপডেট : ৫ জুন, ২০২২ ১৪:০৯

অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য কোটি টাকার সহায়তা ঘোষণা

অনলাইন ডেস্ক
অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য কোটি টাকার সহায়তা ঘোষণা

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ইতোমধ্যে নগদ ১ কোটি টাকা, শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

রোববার (৫ জুন) মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বরাদ্দকৃত অর্থ নিহতদের দাফন ও সৎকার এবং আহতদের চিকিৎসার্থে এ অর্থ দেয়া হবে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে ৫০ হাজার ও আহতদের ২০ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এর আগে শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৫০ জন।