English Version
আপডেট : ৩০ এপ্রিল, ২০২২ ১৪:৪২

মুহিত ভাইয়ের মতো ট্যালেন্টেড লোক আমাদের পরিবারে আর নেই: ড. মোমেন

অনলাইন ডেস্ক
মুহিত ভাইয়ের মতো ট্যালেন্টেড লোক আমাদের পরিবারে আর নেই: ড. মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে একজন ‘ট্যালেন্ট অভিভাবককে’ হারিয়েছি। মুহিত ভাইয়ের মতো ট্যালেন্টেড লোক আমাদের পরিবারে আর নেই।

শনিবার (৩০ এপ্রিল) রাজধানীর গুলশান আজাদ মসজিদে আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা সম্পন্ন হয়। জানাজার আগে বড় ভাইকে নিয়ে স্মৃতিচারণ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ সময় তিনি আরো বলেন, মুহিত ভাই খুবই মহৎ ছিলেন। আমরা একজন অভিভাবককে হারালাম।

আবুল মাল আবদুল মুহিত ২৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।