English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০২২ ১৭:৩২

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগ

অনলাইন ডেস্ক
ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগ

চরম বিশৃঙ্খলা, প্রচণ্ড ভিড় আর তীব্র গরমের মধ্যে টাকার বিনিময়ে একজনের টিকিট কাটছে আরেকজন। এরপরও কমলাপুর স্টেশনে চলছে টিকিট প্রত্যাশীদের সংগ্রাম।

একটু পরপর লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের মধ্যে চলছে ঝগড়া-বিবাদ। যাত্রীদের অভিযোগ, এমন অনেকেই লাইনে দাঁড়িয়েছেন যারা টাকার বিনিময়ে অন্যের জন্য টিকিট কাটছেন।

টিকিট প্রত্যাশীদের মাঝে শৃঙ্খলা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষ তেমন ব্যবস্থা নেয়নি বললেই চলে। ফলে, টিকিট না পাওয়ার সাথে যোগ হয়েছে বাড়তি ভোগান্তি। আগের দিন থেকে যারা লাইনের প্রথম ভাগে দাঁড়িয়ে ছিলেন তারাও এসি কোচের টিকিট পাননি। তাই যাত্রীদের প্রশ্ন, এসব আসন নিচ্ছে কারা?টিকিটের সংখ্যার চেয়ে যাত্রী বহুগুন। এই বাস্তবতায় একরকম অসহায় কমলাপুর স্টেশন ম্যানেজার আর ট্রেনের প্রতি যাত্রীদের আস্থাকে স্বাগত জানালেও বাস-লঞ্চমুখী হবার পরামর্শ রেলমন্ত্রীর।

মন্ত্রী বলেন, টিকিট যার ভ্রমণ তার এটা আমরা নিশ্চিত করেছি। কাজেই কারও টিকিট অন্য কারও কাটার কোনো সুযোগ নেই। আমি অন্য কারো টিকিট কাটতে পারি, তবে যার নামে কাটছি তাকেই ভ্রমণ করতে হবে। কারণ টিকিটে পরিচয়পত্রের একটি নম্বর থাকবে। এদিকে, অনলাইনে সকাল নয়টা পর্যন্ত ওয়েবসাইটে প্রবেশ করতে না পারার অভিযোগ অনেকের। মঙ্গলবার দেয়া হবে ৩০ এপ্রিলের টিকিট।