English Version
আপডেট : ২৪ এপ্রিল, ২০২২ ১৬:৩১

দ্রব্যমূল্য নিয়ে কারসাজি করলেই ব্যবস্থা

অনলাইন ডেস্ক
দ্রব্যমূল্য নিয়ে কারসাজি করলেই ব্যবস্থা

নিত্যপণ্যের অবৈধ মজুতদার এবং অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বলেছেন, করোনাভাইরাস মহামারি সৃষ্ট বৈশ্বিক মন্দা ও ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে গোটা বিশ্বে খাদ্য সংকট দেয়া দেয়ায় নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ে যারা কারসাজি করবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন সরকারপ্রধান।

রোববার (২৪ এপ্রিল) সকালে ঢাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে দেশের বিভিন্ন স্থানে নবনির্মিত ৪০টি ফায়ার স্টেশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাসের জন্য সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। তারও পর ইউক্রেন ও রাশিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধ এর ওপর আরও বেশি প্রভাব ফেলেছে।’

অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশ তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যারা মানুষের প্রয়োজনীয় জিনিস নিয়ে কোনো রকমের খেলা খেলতে যাবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’

ওই সময় দেশবাসীর উদ্দেশে সরকারপ্রধান বলেন, ‘এই যুদ্ধের কারণে আপনারা জানেন যে, বিদেশ থেকে যে সমস্ত জিনিস আমরা আমদানি করি, সেগুলো আনা খুব কষ্টকর হয়ে গেছে; পাওয়া যাচ্ছে না। অনেক দেশ তাদের উৎপাদিত পণ্য আর রপ্তানি করছে না। তারাও বিপদে আছে।’

এ রকম সংকটকালে নিজেদের পণ্য নিজেরা উৎপাদন করে স্বয়সম্পূর্ণ হতে হবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের দেশে আমাদের যে মাটি-মানুষ আছে, সেটা ব্যবহার করে আমাদের নিজেদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। এ জন্য এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না। যেখানে যার, যতটুকু আছে, তারা আবাদ করবেন। নিজেদের প্রয়োজনীয় জিনিস নিজেরা উৎপাদন করে নিজেরা ব্যবহার করার ব্যবস্থা নিতে হবে।’

বাংলাদেশ যেন কারও মুখাপেক্ষী হয়ে না থাকে, সে জন্য দেশবাসীকে সচেতন হওয়ারও আহ্বান জানান সরকারপ্রধান।