English Version
আপডেট : ৭ এপ্রিল, ২০২২ ১১:৪৮

ডিএমপির ৫ কর্মকর্তাকে বদলি

অনলাইন ডেস্ক
ডিএমপির ৫ কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার (৬ এপ্রিল ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- ডিএমপির লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. তারিকুল আলম জুয়েলকে গোয়েন্দা-রমনা বিভাগে, ডিএমপির লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামকে তেজগাঁও বিভাগের আদাবর থানায় অপারেশন, ডিএমপির লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মাসুদ রানাকে গোয়েন্দা তেজগাঁও বিভাগে, আদাবর থানার অপারেশন মো. ফারুক মোল্লাকে ডেমরা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) ও ডেমরা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইসমাইল হোসেন খানকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনে বদলি করা হয়েছে।