English Version
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ২১:২৪

টাইগারদের অবিশ্বাস্য জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অনলাইন ডেস্ক
টাইগারদের অবিশ্বাস্য জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

১১.২ ওভারে বাংলাদেশ যখন ৪৫ রান তুলতে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল, নিশ্চিতভাবেই তামিম–সাকিবদের ড্রেসিংরুম ছিল বিষণ্ন।

প্রায় ৩৫ ওভার পর সেই একই ড্রেসিংরুমে স্বস্তির হাওয়া! অবিশ্বাস্য এক জয়ের সুবাস যে ততক্ষণে মিলেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বাতাসে। শেষ পর্যন্ত ৪৮.৫ ওভারে এল দুর্দান্ত জয়-৭ বল হাতে রেখে ৪ উইকেটে। 

অর্থাৎ, ১২তম ওভারে আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ গিয়ে উইকেটে যে দাঁড়ালেন, তারপর ধীরে ধীরে হারের কুয়াশা কাটিয়ে জয়ের সূর্যকিরণ চিকচিক করল দুজনের ব্যাটে। 

এমন একটি জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে তিনি এক বার্তায় দলকে অভিনন্দন জানান। 

শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২১৬ রানের লক্ষ্য ছুড়ে দেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেললেও আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজের অনবদ্য দুই অর্ধশতকে জয় তুলে নেয় বাংলাদেশ।