English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৪৪

সমন্বিত অংশীদারিত্ব চায় আমিরাত ও বাংলাদেশ

অনলাইন ডেস্ক
সমন্বিত অংশীদারিত্ব চায় আমিরাত ও বাংলাদেশ

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘সমন্বিত অংশীদারিত্ব’ পর্যায়ে উন্নীত করতে চায়। আর এ জন্য গভীরতর রাজনৈতিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা, দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল এবং সরাসরি পণ্যবাহী ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

দুবাইয়ে গত রোববার (১৩ ফেব্রুয়ারি) ইউএই’র পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের দ্বিপক্ষীয় বৈঠকে এই অভিমত ব্যক্ত করা হয়েছে। বৈঠকে আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইউএই সফরকে সামনে রেখে দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়। ইউএই’র প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রাশেদ আল মাকদুমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্চে আমিরাত যাচ্ছেন।

দুই পররাষ্ট্রমন্ত্রী কৃষি ও খাদ্য নিরাপত্তা, সংস্কৃতি, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মতো নতুন নতুন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারনের উপায় খুঁজতে সম্মত হয়েছেন। তারা আঞ্চলিক ও বহুপক্ষীয় ইস্যুতে মতবিনিময় করেন। ড. মোমেন বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠির আশ্রয় নেয়ার কারণে বাংলাদেশে উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানকে অবহিত করেন। তিনি রোহিঙ্গা সঙ্কটের দ্রুত সমাধানে ইউএই’র অব্যাহত সহযোগিতা চান। 

ড. মোমেন সুবিধাজনক সময়ে ইউএই’র পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন।