English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২২ ১১:০০

সার্চ কমিটির সাথে সাংবাদিকদের বৈঠক আজ

অনলাইন ডেস্ক
সার্চ কমিটির সাথে সাংবাদিকদের বৈঠক আজ

নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত তিন শতাধিক নাম প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার সন্ধ্যায় ওয়েবসাইটে তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি। এ তালিকায় গুরুত্ব পেয়েছেন সাবেক সচিব ও শিক্ষক। আজ, মঙ্গলবার ৮ জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বের সঙ্গে বৈঠকে করবে সার্চ কমিটি।

২৭ জানুয়ারি, সংসদে পাস হয় নির্বাচন কমিশন আইন। পরে সে আইনের আলোকে ৫ ফেব্রুয়ারি গঠন করা হয় ৬ সদস্যের সার্চ কমিটি।

এরপরই নতুন ইসি গঠনে মতামত নিতে বিশিষ্টজনদের সঙ্গে দুই দিনে তিন দফা বৈঠক করে সার্চ কমিটি। ১০ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দল ও ব্যক্তি পর্যায় থেকে নাম প্রস্তাবের আহ্বান জানায় সার্চ কমিটি।

নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে ২৪টি দল নাম প্রস্তাব করলেও বিএনপিসহ বাকি ১৫টি দল কোনো নাম প্রস্তাব করেনি।

সোমবার ইসি গঠনে প্রস্তাবিত তিন শতাধিক নাম প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তালিকায় এক তৃতীয়াংশই সাবেক সরকারি কর্মকর্তা। এরপরই রয়েছেন শিক্ষাবিদ আর বিচারপতিদের নাম।

এছাড়াও রয়েছেন চিকিৎসক, সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এ তালিকায় থাকাদের মধ্যে অন্যতমরা হলেন, সাংবাদিক অজয় দাশ গুপ্ত, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল, ভিসি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, অধ্যাপক এ.কে.এম মুস্তফা জামান, সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সাবেক ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয় আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক সচিব আবু আলম শহীদ খান, সাবেক সচিব উজ্জল বিকাশ দত্ত, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন কাজী রিয়াজুল হক।

তালিকায় আরো রয়েছেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়াল, চেয়ারম্যান এ্যাড.কম গীতি আরা সাফিয়া চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া (অব.), বিশিষ্ট সাংবাদিক ও লেখক আবু সাইদ খান, চেয়ারম্যান নিরাপদ সড়ক চাই ইলিয়াস কাঞ্চন, জেনারেল জামিল ডি আহসান (অব.), অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জেসমিন টুলি, শিক্ষাবিদ ড. এম শমসের আলী, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, অর্থনীতিবীদ ড. আতিউর রহমান, অর্থনীতিবীদ ড. আহসান মুনসুর, মহাপরিচালক বাংলাদেশ (বিআইডিএস) ড. বিনায়ক সেন, সম্পাদক সুজন বদিউল আলম মজুমদার, শিক্ষক ড. মেঘনা গুহ ঠাকুরতা, সাবেক গভর্নর ড. মো. ফরাসউদ্দিন, সাবেক চেয়ারম্যান (পিএসপি) ড. মো. সাদিক, অ্যাডভোকেট ড. শাহদীন মালিক।

এছাড়াও রয়েছেন, সাবেক ভিসি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, সাবেক তথ্য কমিশনার প্রফেসর সাদেকা হালিম, ফৌজিয়া মোসলেম, প্রাক্তন বিচারপতি নাজমুন আরা সুলতানা, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, ফ্যাশান ডিজাইনার বিবি রাসেল, মুক্তিযোদ্ধা শমসের কবির চৌধুরী, বিচারপতি (অব.) কৃষ্ণা দেবনাথ, মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার( অব:), সাবেক সেনা প্রধান মেজর জেনারেল হারুনুর রশীদ (অব:), অবসর প্রাপ্ত মন্ত্রী পরিষদ সচিব মো. মোশারফরফ হোসেন ভূঁইয়া, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, নারী নেত্রী রোকেয়া কবীর, লে. কর্ণেল কাজী সাজ্জাদ আলী জহির( অব:), প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, সাবেক বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া এবং এয়ার চিফ মার্শাল (অব.) ফখরুল আজম।

তালিকা থেকে ১০ জনের নাম বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে সার্চ কমিটি। সেখান থেকে সিইসি ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

ইসি গঠনে নামের সুপারিশ চূড়ান্তের জন্য সার্চ কমিটি সময় পাচ্ছে ১৫ দিন।