English Version
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৬:২৮

সন্তানের নামে মসজিদ বানালেন অনন্ত জলিল

অনলাইন ডেস্ক
সন্তানের নামে মসজিদ বানালেন অনন্ত জলিল

অল্প কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেই দর্শকদের প্রিয় মুখ চিত্রনায়ক অনন্ত জলিল।অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনা করছেন অনন্ত।এছাড়া ভালো ব্যবসায়ী হিসেবে তার রয়েছে সুনাম।

এবার এই চিত্রনায়ক তার দুই ছেলের নামে মসজিদ প্রতিষ্ঠা করেছেন। গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের মাধ্যমে মসজিদটির উদ্বোধন করা হয়েছে।

কোটি টাকা ব্যায়ে নান্দনিক এই মসজিদের একটি ভিডিও প্রকাশ করেন অনন্ত জলিল। তার স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে মসজিদটি নির্মাণ করা হয়েছে। তাদের দুই ছেলে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিলের নামে মসজিদটির নামকরণ করা হয়েছে- আরিজ আবরার জামে মসজিদ।

এই তারকা দম্পতি সশরীরে উপস্থিত হয়ে মসজিদটির উদ্বোধন করেন। একই সঙ্গে গ্রামবাসীর মধ্যে তারা খাবার বিতরণ করেন বলে জানা যায়।

এ প্রসঙ্গে অনন্ত জলিল জানান, মসজিদটি নির্মিত হয়েছে গত বছরে। তবে নতুন বছরের বেশ কিছু সময় তুরস্কে ছিলেন তিনি। তাই সেখানে থেকে ফিরে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে মসজিদটির উদ্বোধন করেছেন।