English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২২ ১৬:৪৬

২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সমস্যা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সমস্যা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণ কমে এসেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ২১ ফেব্রুয়ারির পরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে কোনো সমস্যা হবে না। শনিবার (১২ ফেব্রুয়ারি) মানিকগঞ্জে এক সভায় এ্মন মন্তব্য করেন তিনি।

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। তবে দেশজুড়ে করোনার সংক্রমণ কমে আসায় শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২১ ফেব্রুয়ারির পরেই খুলে দেওয়া হতে পারে। এদিকে স্কুল-কলেজে নতুন করে আর ছুটি বাড়ানো হচ্ছে না। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শনিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান।