English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:১৮

করোনার ভুয়া সনদে দিনে ফ্লাইট বাতিল দেড় শতাধিক যাত্রীর

অনলাইন ডেস্ক
করোনার ভুয়া সনদে দিনে ফ্লাইট বাতিল দেড় শতাধিক যাত্রীর

করোনার ভুয়া নেগেটিভ সনদ দিয়ে বিদেশ যাওয়ার পথে প্রতিদিন অন্তত ৫ জন যাত্রী ধরা পড়ছেন। আবার নেগেটিভ থাকলেও, যাত্রার ৭২ ঘন্টার মধ্যে সংক্রমণের ফলে হয়ে যাচ্ছেন পজিটিভ। এমন পরিস্থিতিতে বিদেশ যাত্রা বাতিল হওয়ায় লোকসান গুনছেন যাত্রীরা।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, জাল সনদসহ নানা কারণেই প্রতিদিন অন্তত দেড় শতাধিক যাত্রীর ফ্লাইট বাতিল হচ্ছে।

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের প্রায় বেশিরভাগ দেশে যাত্রার ঠিক ৭২ ঘন্টা আগে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ দেখানোর বাধ্যবাধকতা রয়েছে। করোনা টেষ্ট করতে গিয়ে অনেক যাত্রী পজিটিভ হচ্ছেন। ভিসার মেয়াদ কম থাকায় ও ছুটি শেষ হয়ে যাওয়ায় রিপোর্ট জাল করছেন অকেনেই।

তবে বিমানবন্দরে এসে ধরা পড়ছেন ভুয়া রিপোর্ট আনা যাত্রীরা। আবার ৭২ ঘন্টা আগের নেগেটিভ সনদ, বিমানবন্দরের পিসিআর টেষ্টে হয়ে যাচ্ছে পজেটিভ। এতে নির্দিষ্ট ফ্লাইট বাতিল হওয়ায় টিকিট পরিবর্তনে অতিরিক্ত খরচ হচ্ছে যাত্রীদের।

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, করোনার জাল সনদ নিয়ে প্রতিদিন অন্তত ৫ জন যাত্রী ধরা পড়ছেন। জানুয়ারি মাসে ভ্রাম্যমান আদালত তাদেরকে প্রায় দুই লাখ টাকা জরিমানা করেছে। আবার ৭২ ঘন্টার মধ্যে অনেকে করোনা নেগেটিভ হয়েও পরে সংক্রমিত হচ্ছেন। এর ফলে, প্রতিদিন বাতিল হচ্ছে প্রায় দেড় শতাধিক যাত্রীর বিদেশ যাত্রা।

সংক্রমণ এড়াতে, করোনা টেষ্টের ৭২ ঘন্টার মধ্যে বিদেশগামী যাত্রীদের সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান।