English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০২২ ২০:৩২

সিটি করপোরেশন কর্তৃপক্ষকে সাবধান হতে বললেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
সিটি করপোরেশন কর্তৃপক্ষকে সাবধান হতে বললেন প্রধানমন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ইদানীং ঢাকা সিটিতে কর্পোরেশনের গাড়িতে দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। যা আমাদের জন্য খুব কষ্টদায়ক একটা বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই বিষয়ে অবগত রয়েছেন। তাই তিনি এই দুর্ঘটনা যেন আর না ঘটে সে বিষয় সাবধান করেছেন এবং ড্রাইভারদের খুব ভালো করে প্রশিক্ষণ দিতে বলেছেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠক শেষে সাংবাদিকদের এই নির্দেশনার কথা জানান পরিকল্পনামন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন, ঢাকার দুই সিটি করপোরেশনের গাড়ির চালকদের ভালোভাবে প্রশিক্ষণ দেয়া ও পুনরায় যেন আর কোনো দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে দুই সিটির কর্তৃপক্ষকে সাবধানও করেছেন। পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আরো নির্দেশনা দিয়ে বলেছেন; লোকালয় থেকে দূরে ময়লা আবর্জনা ফেলতে। কোনভাবেই পরিবেশ দূষণ করা যাবে না। এছাড়াও বরাবরের মতো প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।