English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০২২ ১২:১০

লতার মৃত্যুতে মোদির শোক

অনলাইন ডেস্ক
লতার মৃত্যুতে মোদির শোক

প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার (৬ ফেব্রুয়ারি) টুইটারে ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমি লতা দিদির মৃত্যুতে এমনভাবে ব্যথিত, যেটা শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয়।

অত্যন্ত দয়ালু লতা দিদি আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি আমাদের দেশে একটি শূন্যতা রেখে গেছেন, যা কখনোই পূরণ করা যাবে না। ভবিষ্যত প্রজন্ম তাকে ভারতীয় সংস্কৃতির একজন অকুতোভয় হিসেবে মনে রাখবে, যার সুরেলা কণ্ঠ মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল।প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর রোববার সকালে ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।