English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৫৪

কওমি শিক্ষার্থীদের টিকাদান শুরু

অনলাইন ডেস্ক
কওমি শিক্ষার্থীদের টিকাদান শুরু

আজ থেকে শুরু হয়েছে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি। রোববার সকাল ৯টায় রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদ্রাসায় এ টিকা কার্যক্রম শুরু হয়।

এ কর্মসূচির আওতায় ৩০ লাখ শিক্ষার্থীকে দেয়া হবে ফাইজারের টিকা। এছাড়া টিকা পাবেন রাজধানীর ৩ লাখের বেশি ভাসমান মানুষ।

রোববার বিকেলে কমলাপুর রেলস্টেশন থেকে তাদের টিকা দেয়া শুরু হবে। ১৮ বছরের বেশি বয়সীরা পাবেন জনসনের সিঙ্গেল ডোজ আর এর কম বয়সীদের দেয়া হবে ফাইজারের টিকা। নিবন্ধন বা এনআইডি না থাকলে শুধু স্বাক্ষর ও ঠিকানা দেখিয়েই টিকা নিতে পারবেন তারা।

রাজধানীর পর এই কর্মসূচি শুরু হবে সারা দেশে। এ পর্যন্ত দেশে ৯ কোটি ৮৫ লাখ মানুষ টিকার প্রথম ডোজ পেয়েছেন। এরপরও যেসব জনগোষ্ঠী বাদ পড়েছে তাদের তালিকা করছে সরকার। দুই মাসের মধ্যে দেশের ৭০ ভাগ মানুষকে টিকা দিতে চায় সরকার।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বাদ পড়া জনগোষ্ঠীর তালিকা করে সবাইকেই টিকার আওতায় আনা হবে।

১ কোটি ৪০ লাখ স্কুলশিক্ষার্থী করোনা টিকার প্রথম ডোজ পেয়েছে। এখন ধাপে ধাপে দেয়া হচ্ছে দ্বিতীয় ডোজ। এবার কওমি মাদ্রাসার ৩০ লাখ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এছাড়া টিকা পাবেন রাজধানীর ৩ লাখের বেশি ভাসমান মানুষ। ১৮ বছরের বেশি বয়সীরা পাবেন জনসনের সিঙ্গেল ডোজ আর এর কম বয়সীদের দেয়া হবে ফাইজারের টিকা।

স্বাস্থ্য বিভাগ বলছে, দেশে টিকার ঘাটতি নেই। এখনো মজুত আছে ১০ কোটি ডোজ।