English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০২২ ২০:২৯

নতুন বিধি-নিষেধ নিয়ে সিদ্ধান্ত জানালেন স্বাস্থ্যের ডিজি

অনলাইন ডেস্ক
নতুন বিধি-নিষেধ নিয়ে সিদ্ধান্ত জানালেন স্বাস্থ্যের ডিজি

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়লেও নতুন করে কোনো বিধি-নিষেধ আরোপ করা হবে না। শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ সার্জারি পোস্ট-গ্র্যাজুয়েট পরীক্ষা ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, ‘ওমিক্রন বাড়লেও গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানতে সরকারঘোষিত যে ৯-১০টি নির্দেশনা রয়েছে সেগুলোর বাইরে নতুন করে কোনো বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে না। ’ এ সময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান, হাসপাতালের উপপরিচালক মাহবুবুল আলম, সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ডি এ হাসান প্রমুখ।