English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৫২

গাঁজা কেনাবেচায় অভিনব অ্যাম্বুলেন্স

অনলাইন ডেস্ক
গাঁজা কেনাবেচায় অভিনব অ্যাম্বুলেন্স

অ্যাম্বুলেন্স দিয়ে রোগী পরিবহণ করে থাকলেও তারা গাঁজার করবার করে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর জন্য তাদের কারবার বন্ধ হওয়ার পথে। তাইতো তারা বিকল্প পথ খুঁজছে। অ্যাম্বুলেন্সে করে গাঁজা বহন শুরু করেছে। ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছে যাতায়াতে ব্যবহার হতো এই অ্যাম্বুলেন্স। শত শত কেজি গাঁজা বহন করছিল পুলিশের চোখ এড়িয়ে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) এই অভিনব অ্যাম্বুলেন্সের খবরটি দেয় ডিবি-ওয়ারি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আবু আশরাফ সিদ্দিকী। তিনি বলেন, রাজধানীর কমলাপুর এলাকা থেকে ১০০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারি বিভাগ। গ্রেপ্তাকৃতরা হলেন- মো. হান্নান, মো. রমজান মিয়া ও মো. ওমর আলী। অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির শাহজাহানপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।