English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৬:৫৫

প্রতারক রাশেদুলকে আটক করেছে সিআইডি

অনলাইন ডেস্ক
প্রতারক রাশেদুলকে আটক করেছে সিআইডি

সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ অফিসার পরিচয় দেওয়া মো. রাশেদুল ইসলাম নামে এক প্রতারককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন একথা জানান।

ইমাম হোসেন জানান, বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যাত্রাবাড়ী থানার মীরহাজিরবাগ এলাকা থেকে রাশেদুলকে আটক করা হয়। সে তার নিজ নামে হাইকোর্টের বেঞ্চ অফিসারের ভিজিটিং কার্ড ছাপিয়ে ওই এলাকায় অফিস ভাড়া করে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছিল। এছাড়াও তিনি কখনও নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আবার কখনো খুলনা ল‘ কলেজের সাবেক ভিপি বলে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করত। 

তিনি আরো জানান, হাইকোর্টের বেঞ্চ অফিসার হিসাবে সরকারি উচ্চ পর্যায়ের বিভিন্ন অফিসারের সঙ্গে তার পরিচয় রয়েছে বলে মিথ্যা আশ্বাস দিয়ে জাতীয় গোয়েন্দা সংস্থাসহ (এনএসআই) বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, আসামিদের জামিন, খালাস করানোসহ আদালতের যাবতীয় কাজে পারদর্শী হিসেবে বিভিন্ন লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা  হাতিয়ে নেয়।

সিআইডির এ কর্মকর্তা জানানে, রাশেদুল গান লাইসেন্স করিয়ে, পাওনাদারের টাকা উদ্ধার করে দেওয়াসহ নানা কাজের বিনিময়ে কমিশন হিসাবে টাকা নিতো।