English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৫৯

মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছেন নায়ক রিয়াজের শ্বশুর

অনলাইন ডেস্ক
মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছেন নায়ক রিয়াজের শ্বশুর

ফেসবুক লাইভে এসে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন মডেল মুশফিকা তিনার বাবা ও চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান (৫৮)।

বুধবার (২ ফ্রেরুয়ারি) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর ধানমণ্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।ঘটনাস্থল থেকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া।

ওসি বলেন, আবু মহসিন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর হন। তিনি নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আবু মহসীন ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। তবে কী কারণে তিনি আত্মঘাতী হয়েছেন সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি ধানমণ্ডি থানা পুলিশ।