English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২২ ১১:১৫

১১ হাজার এতিমের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন সায়েম সোবহান আনভীর

অনলাইন ডেস্ক
১১ হাজার এতিমের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন সায়েম সোবহান আনভীর

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর নিজের জন্মদিন উদযাপন করলেন ভিন্ন আমেজে। আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন প্রায় ১১ হাজার এতিম শিশুর সঙ্গে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ১৭টি এতিমখানার প্রায় ১১ হাজার এতিম শিশুকে তাদের প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয় সুস্বাদু আহার।

আগের দিন গভীর রাত থেকে চলেছে বাবুর্চিদের মাধ্যমে নিজস্ব আয়োজনে রান্না।

আজ সোমবার সকালের পর এতিমখানাগুলোতে পৌঁছে দেওয়া হয় খাবার।দূর থেকে এমন অভূতপূর্ব ভালোবাসা পেয়ে কোমল হাতগুলো মোনাজাত তোলে।   সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ আর কৃতজ্ঞতার পাশাপাশি তারা আয়োজক মানুষটির সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে।

ঠিকানাবিহীন এই শিশুদের প্রতি সায়েম সোবহান আনভীরের অভূতপূর্ব ভালোবাসায় সিক্ত হয়েছেন এতিমখানার ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট ব্যক্তিরাও।