English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২২ ১১:১২

বাংলাদেশকে আরও এক কোটি ডোজ ফাইজার টিকা দেবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
বাংলাদেশকে আরও এক কোটি ডোজ ফাইজার টিকা দেবে যুক্তরাষ্ট্র

করোনা প্রতিরোধে বাংলাদেশকে আরও ১ কোটি ডোজ ফাইজার টিকা অনুদান দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে যুক্তরাষ্ট্রের টিকা অনুদানের মোট পরিমাণ দাঁড়াবে ৩ কোটি ৮০ লাখ।সোমবার (৩১ জানুয়ারি) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, এই টিকা আসলে বাংলাদেশের শিক্ষার্থী এবং যারা এখনও টিকার প্রথম ডোজ পাওয়ার অপেক্ষায় আছেন, তাদের কাছে টিকা পৌঁছে দেওয়া সহজ হবে।

তাছাড়া ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ক্রমবর্ধমান সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে নাজুক মানুষেরা ফাইজারের বুস্টার ডোজ টিকা নিতে সক্ষম হবে।