English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০২২ ১৬:১৯

মন্ত্রিপরিষদ সচিবসহ ৬৩ জন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
মন্ত্রিপরিষদ সচিবসহ ৬৩ জন করোনায় আক্রান্ত

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিসহ এ বিভাগের ৬৩ জন আক্রান্ত হয়েছেন।

সোমবার (৩১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (পিএস) মাহমুদ ইবনে কাসেম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মন্ত্রিপরিষদ সচিব বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। গত বুধবার (২৬ জানুয়ারি) আমরা জানতে পারি তিনি করোনা পজিটিভ।  

তিনি আরও বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের ৬৩ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।