English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০২২ ১১:১৫

বাণিজ্য মেলার পর্দা নামছে আজ

অনলাইন ডেস্ক
বাণিজ্য মেলার পর্দা নামছে আজ

পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজ সোমবার (৩১ জানুয়ারি) মেলার পর্দা নামছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

অতীতে জানুয়ারি মাস শেষ হলেও মেলা এক সপ্তাহ বাড়ানো হতো। কিন্তু করোনা সংক্রমণ বাড়ার কারণে এবার মেলা সময়মতো শেষ করছে কর্তৃপক্ষ। এবার প্রথম রাজধানীর বাইরে মেলা হওয়ার কারণে দর্শনার্থী অন্যান্য সময়ের চেয়ে অনেকটা কম হয়েছে। ভবিষ্যতে মেলায় দর্শনার্থী আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন অংশগ্রহণকারীরা।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ বলেন, অন্যান্য বার মেলা এক সপ্তাহ বেশি সময় চললেও এবার করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সময়মতো শেষ হচ্ছে। আজ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

জানা গেছে, আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক। বিশেষ অতিথি হিসেবে থাকার কথা রয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরির মোট ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল এবং ১৫টি ফুড স্টল দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে। যা অন্য বছরের তুলনায় অর্ধেক। তাছাড়া মেলায় রয়েছে ১১টি বিদেশি স্টল।