English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০২২ ১৮:২৬

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জালাল উদ্দিন সিদ্দিকী আর নেই

অনলাইন ডেস্ক
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জালাল উদ্দিন সিদ্দিকী আর নেই

মুক্তিযাদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জালাল উদ্দিন সিদ্দিকী ইন্তেকাল করেছেন। আজ সকাল সাড়ে ৯টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিজ গ্রাম বাসন্ডায় তাকে সমাহিত করা হবে।

জালাল উদ্দিন সিদ্দিকী War Course এর সদস্য হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে আসীন হন। অবসরগ্রহণের পর রাজনৈতিক ও সামাজিক কাজে তিনি নিজেকে যুক্ত রেখেছিলেন তিনি।