English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০২২ ১৮:০৯

করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমে ১০৩৭৮

অনলাইন ডেস্ক
করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমে ১০৩৭৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩২৯ জনে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১০ হাজার ৩৭৮ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জনে।

আজ শনিবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনাক্তের হার ৩১ দশমিক ১০ শতাংশ।

এর আগে গতকাল শুক্রবার করোনায় ২০ জনের মৃত্যু হয়। শনাক্ত হন ১৫ হাজার ৪৪০ জন। শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৩৭ শতাংশ।