English Version
আপডেট : ২৯ জানুয়ারি, ২০২২ ১৩:০৭

কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

অনলাইন ডেস্ক
কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

কুড়িগ্রাম জেলায় আজ শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। জেলায় সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

রাজার কৃষি আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক আনিছুর রহমান জানান, আরো দু-একদিন তাপমাত্রা নিম্নগামী থাকতে পারে।

এদিকে তাপমাত্রা নিম্নগামী থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এ জেলার মানুষজন। বোরা চারা রোপণের ভরা মৌসুম চলায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষি শ্রমিকরা। কণকণে ঠাণ্ডা উপেক্ষা করে মাঠে কাজ করছেন তারা।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি গ্রামের কৃষি শ্রমিক আমজাদ হোসেন জানান, এ সময়টা বোরো চারা রোপণের সময়। সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ঠাণ্ডার মাত্রা একেবারেই বেড়ে গেছে। এদিকে চারা রোপণের জন্য তৈরি করা জমিতে চারা লাগনোটা জরুরি। এজন্য খুব কষ্ট করে কাজ করতে হচ্ছে। বেশি সময় পানিতে থাকা যাচ্ছে না।

এতে করে বিপাকে পড়েছেন অন্যান্য শ্রমজীবিসহ অসহায় মানুষেরা। গরম কাপড়ের অভাবে কাজে বের হতে কষ্ট হচ্ছে তাদের। কুড়িগ্রাম শহরের রিকশাচালক মোসলেম উদ্দিন জানান, এ বছরের সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়েছে। হাত-পা পর্যন্ত বের করা যাচ্ছে না। দিনের বেলা কোনোরকমে চলাফেরা করা গেলেও সন্ধা নামার আগেই বেড়ে যাচ্ছে কনকনে ঠাণ্ডার মাত্রা। দিনে টুকিটাকি ভাড়া মিললেও সন্ধ্যা নামার আগেই আর ভাড়া মিলছে না। এ অবস্থা যে কতদিন চলে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক অফিস সূত্র জানায়, জেলার ৯ উপজেলায় সরকারি-বেসরকারিভাবে প্রায় ৮০ হাজার কম্বলসহ অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে