English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০২২ ২১:৪৪

সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

দেশে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার পর নানা বিধিনিষেধের মধ্যে এবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) থেকে সরকারি কর্মকর্মতা-কর্মচারী ছাড়া অন্য কেউ রাষ্ট্রীয় প্রশাসন পরিচালনার কেন্দ্রে ঢুকতে পারবেন না। আপাতত কোনো দর্শনার্থী পাস ইস্যু করা হবে না।

রোববার (২৩ জানুয়ারি) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ কথা জানানো হয়। 

এতে বলা হয়েছে, ‘২৪ জানুয়ারি থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।’