English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০২২ ১২:০৭

বৃষ্টি হতে পারে আজ

অনলাইন ডেস্ক
বৃষ্টি হতে পারে আজ

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলাসহ আশপাশের এলাকাগুলোতে গত দুদিন ধরে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে কমতে শুরু করেছে শীতের প্রকোপ, হতে পারে বৃষ্টি। আজ রোববার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এ সময় দেখা গেছে আকাশে মেঘ জমে আছে। যে কোন সময় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন গণমাধ্যমকে জানান, রোববার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৭ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে। এ ছাড়া সৈয়দপুর ১২ দশমিক ৮; তেঁতুলিয়া ১৩ দশমিক ২; রংপুর ১৩ দশমিক ৪; ডিমলা ১৩ দশমিক ৫; রাজারহাট (কুড়িগ্রাম) ১২; নওগাঁ ১৩; রাজশাহী ১৩ দশমিক ৭; চুয়াডাঙ্গা ১৩ দশমিক ৫। দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন পর্যন্ত শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও জানান, যশোর, সাতক্ষীরা, কয়রা (খুলনা) ও মোংলা (বাগেরহাটে) হালকা বৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের আরও বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।