English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০২২ ১২:১৫

আগামী ৩ দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক
আগামী ৩ দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা

আগামী তিন দিনের মধ্যে বৃষ্টির পূর্ভাবাস দিয়েছে আবহাওয়া অদিধপ্তর। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পেতে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত একদিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে, সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস রয়েছে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিমাঞ্চল এবং নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।