English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০২২ ১৭:১৪

বয়স ৫০ হলেই মিলবে বুস্টার ডোজ : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
বয়স ৫০ হলেই মিলবে বুস্টার ডোজ : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এখন থেকে ৫০ বছর বয়সীরাও করোনা টিকার বুস্টার ডোজ পাবেন।

সচিবালয়ে সোমবার দুপুর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে করোনার বুস্টার ডোজের বয়সসীমা কমানো হয়েছে বলে জানান তিনি।

এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের অনুমোদন দিয়েছেন। এখন থেকে ৫০ বছর বয়স থেকেই বুস্টার ডোজ দেওয়া হবে।

জাহিদ মালেক আরও বলেন, আমরা এখন পর্যন্ত এক কোটি সাত লাখ শিক্ষার্থীকে টিকা দিয়েছি। এখনো প্রায় ৯ কোটি ৩০ লাখ ডোজ টিকা মজুত রয়েছে। আমাদের টিকার কোনো ঘাটতি হবে না।

দেশে করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু হয় গত ১৯ ডিসেম্বর। ওই সময় জানানো হয়, ষাটোর্ধ্ব নাগরিক, চিকিৎসকসহ সম্মুখসারির যোদ্ধাদের বুস্টার ডোজের আওতায় নিয়ে আসা হবে।