English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০২২ ১২:৩০

বাংলাদেশসহ ১৫৩ দেশের ট্রানজিট ফ্লাইট বাতিল করেছে হংকং

অনলাইন ডেস্ক
বাংলাদেশসহ ১৫৩ দেশের ট্রানজিট ফ্লাইট বাতিল করেছে হংকং

করোনা সংক্রমণ রোধে বাংলাদেশসহ ১৫৩টি দেশ ও অঞ্চলের উড়োজাহাজ যাত্রীদের জন্য ট্রানজিট সুবিধা বাতিল করেছে হংকং। রবিবার শুরু হয়ে এ নিষেধাজ্ঞা বহাল থাকবে এক মাস।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে শুক্রবার জানায়, গত বছরের শেষ হতে এখন পর্যন্ত দ্রুত সংক্রমণশীল ওমিক্রন ভ্যারিয়েন্টে ৫০ জন আক্রান্তের পর এই সিদ্ধান্ত নিয়েছে হংকং।

শুক্রবার হংকং বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, তালিকায় থাকা ১৫৩টি দেশের ট্রানজিট ফ্লাইট হংকংয়ে অবতরণ করতে পারবে না।

ওই তালিকায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ রয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ২১ দিনে যারা দুই ঘণ্টার ওপরে এ রাষ্ট্রগুলোতে অবস্থান করেছেন, তারা কোনো যাত্রীবাহী ফ্লাইটে হংকংয়ে প্রবেশও করতে পারবেন না। ১৬ জানুয়ারি থেকে ওই বিধিনিষেধ কার্যকর হবে, যা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে।

ইতিমধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ভারত, পাকিস্তান, ফিলিপাইন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্লাইট স্থগিত করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চলটি।