English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০২২ ০৭:৪৪

সাড়ে ৪ মাস পর রোগী ৩ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক
সাড়ে ৪ মাস পর রোগী ৩ হাজার ছাড়াল

দেশে কারোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। এক দিনে নতুন রোগী ও মৃত্যু বেড়েছে। শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে চার মাস পর আবার তিন হাজারের ঘর অতিক্রম করেছে। পাশাপাশি দৈনিক শনাক্তের হার ১২ শতাংশের ওপরে উঠেছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৫৯ এবং মৃত্যু হয়েছে ১২ জনের। গত বছর ২ সেপ্টেম্বর এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল ৩ হাজার ৮৩৬ জন। এর আগের দিন গত বুধবার এক দিনে ২ হাজার ৯১৬ জন শনাক্ত হয়েছিল এবং মৃত্যু হয় চারজনের।

গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, নতুন রোগী নিয়ে দেশে শনাক্ত সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ এবং মৃত্যু হয়েছে ২৮ হাজার ১২৩ জনের।

অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গত এক দিনে দেশে ২৭ হাজার ৯২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক শূন্য ৩ শতাংশ। এর আগে গত বুধবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১১ দশমিক ৬৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ১৭ লাখ ৭৮ হাজার ৩৩৭টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে যে ৩ হাজার ৩৫৯ জন রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা জেলাতেই শনাক্ত হয়েছে ২ হাজার ৬৬৭ জন। আর ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে ২ হাজার ৭৫২ জন।

দেশে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি ঢাকা জেলাতে। এরপরই নারায়ণগঞ্জ জেলার অবস্থান। এ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৫ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৪৭০ জনের। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্ত হার ৫ দশমিক ৩২ শতাংশ। এর আগের দিন বুধবারও শনাক্ত হয়েছিল ২৫ জন। নমুনা পরীক্ষা হয়েছিল ৪২৬ জনের। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্ত হার ছিল ৫ দশমিক ৮৭ শতাংশ। মঙ্গলবার শনাক্ত হয়েছিল সাতজন। নমুনা পরীক্ষা হয়েছিল ৩৭৯ জনের। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্ত হার ছিল ১ দশমিক ৮৫ শতাংশ। তিন দিনের ব্যবধানে রোগী বেড়েছে প্রায় তিনগুণ।