English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০২২ ১৪:৩১

বিশ্বের নিরাপদ বিমান সংস্থার শীর্ষে এমিরেটস এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক
বিশ্বের নিরাপদ বিমান সংস্থার শীর্ষে এমিরেটস এয়ারলাইন্স

আবারও বিশ্বের সবচেয়ে নিরাপদ বিমান সংস্থা হিসেবে শীর্ষ স্থানে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের নিজস্ব বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স।

ডাবল-ডেকার এয়ারবাস এ৩৮০-এর বিশ্বের বৃহত্তম অপারেটর - ইতিহাসের বৃহত্তম যাত্রীবাহী বিমান - ‘এয়রো ইন্টারন্যাশনাল’ ম্যাগাজিনের জন্য এয়ার অ্যাক্সিডেন্ট ডেটা অ্যাসেসমেন্ট সেন্টার পরিচালিত একটি সমীক্ষায় রেটিং বজায় রাখতে সক্ষম হয়েছে, যা বিমান চালনার বিষয়ে কাজ করে।

ঝুঁকি সূচকে ৯৫.০৫ শতাংশ স্কোর নিয়ে এমিরেটস এয়ারলাইন্স নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়্যাল ডাচ এয়ারলাইন্স ‘কেএলএম’, যার স্কোর হলো (৯৩.৩১) হারিয়ে প্রথম স্থান অধিকার করেছে।

এছাড়া অন্যান্যদের মধ্যে জেট ব্লু পেয়েছে ৯১.৬১, ডেল্টা ৯১.৫৫ এবং ইজিজেট ৯১.২৮। ২৫টি এয়ারলাইন্স জরিপ করেছে।

প্রথমবারের মতো এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ডেটা অ্যাসেসমেন্ট সেন্টার চারটি অঞ্চলের একটিতে বিশ্বের বৃহত্তম এয়ারলাইন্সগুলোর তুলনা করে আঞ্চলিক র‍্যাঙ্কিং প্রকাশ করে।

ইউরোপে ৯৩.৩১ পেয়ে প্রথম স্থানে রয়েছে রয়্যাল ডাচ এয়ারলাইন্স। ফিনিশ ‘ফিন এয়ার’ স্কোর করেছে ৯৩.১৬ শতাংশ, এয়ার ইউরোপ ৯৩.১২ শতাংশ, ট্রান্সাভিয়া ৯২.৮৩ শতাংশ, ইজিজেট ৯১.২৮ শতাংশ এবং নরওয়েজিয়ান ৯০.৯৫ শতাংশ।