English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০২২ ১২:২৬

২ ছেলে সহ করোনা আক্রান্ত আইসিটি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
২ ছেলে সহ করোনা আক্রান্ত আইসিটি প্রতিমন্ত্রী

দুই ছেলে সহ করোনা পজেটিভ হয়েছে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের। মঙ্গলবার রাতে মুঠোফোনে এই রিপোর্ট পেয়েছেন তিনি। ফলে আগামীকাল ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আইসিটি টাওয়ারে অনুষ্ঠিতব্য দ্বি-পাক্ষিক বৈঠক স্থগিত করে সবার কাছে দোআ চেয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাত ১১টা ৩৯ মিনিটে মন্ত্রী লিখেছেন, ‘কিছুক্ষণ আগে কোভিড টেস্ট রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজো ছেলে অর্জনের কোভিড পজেটিভ এসেছে। আমার পরিবারের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। সকলেই স্বাস্থ্য বিধি মেনে চলুন। টিকা গ্রহণ করুন। মহান আল্লাহ্ আমাদের সকলকে নিরাপদে রাখুন। আমিন।’

পক্ষকাল ব্যাপী কানাডা ও আমেরিকা সফর শেষে গত ১ জানুয়ারি দেশে ফেরেন পলক। এরপর স্বাভাবিক ভাবে কাজকর্ম করছিলেন। তবে সতর্কতার অনুযায়ী, পরীক্ষা আরটিপিসিআর পরীক্ষা করালে করোনা পজেটিভ আসে।তিনি ছাড়াও তার বড় ছেলে অপূর্ব এবং মেজো ছেলে অর্জন করোনা আক্রান্ত হয়েছেন।

তবে সঙ্গে থাকা স্ত্রী  আরিফা জেসমিন কোনিকা এবং ছোট ছেলে সুস্থ আছেন। প্রত্যেকেই বেশ ভালো আছেন। প্রতিমন্ত্রী জানিয়েছেন, পরিবারের প্রত্যেক সদস্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিরাপদ দূরত্ব বজায় রাখছেন।