English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০২২ ১৫:১৬

চট্টগ্রামেও মেট্রোরেল করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
চট্টগ্রামেও মেট্রোরেল করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার মতো বন্দরনগরী চট্টগ্রামেও মেট্রোরেল করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, শুধু ঢাকাতেই কেন মেট্রোরেল হবে? বড় বড় শহরগুলোতেও মেট্রোরেল তৈরি করতে হবে। চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে রেল স্টেশন পযর্ন্ত মেট্রোরেল হতে হবে।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, ঢাকার মতো চট্টগ্রামেও একটি মেট্রোরেল তৈরি করতে। শুধু চট্টগ্রাম না, দেশের বড় বড় শহরে এই ধরনের প্রকল্প হাতে নিতে। তবে এখন শুধু চট্টগ্রামেই মেট্রোরেল করতে বলেছেন। বাকিগুলো পর্যায়ক্রমে হাতে নিতে বলেছেন। তিনি জানান, দ্রুতই চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে। এদিন একনেক সভায় ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকার ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।