English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২১ ১১:৪১

জানুয়ারির প্রথম সপ্তাহে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে

অনলাইন ডেস্ক
জানুয়ারির প্রথম সপ্তাহে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে

চলতি মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহের আভাস দিয়েছিলো আবহাওয়া অধিদপ্তর। সেই অনুযায়ী ডিসেম্বরের শেষ দিকে শৈত্যপ্রাবাহের দেখা মেলেনি। বরং শহরে একটু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় শীত থাকলেও তা তেমন তীব্র নয়। এখন আবহাওয়াবিদেরা বলছেন, আগামী কয়েক দিনে তীব্র শীত নামার তেমন সম্ভাবনা নেই।জানুয়ারির এক থেকে তিন তারিখের মধ্যে উত্তরাঞ্চল দিয়ে আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার উত্তরাঞ্চলসহ দেশের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে রাজধানীতেও। আর শীত জাঁকিয়ে নামতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে। আরো জানানো হয়, মেঘের এই আনাগোনার কারণেই শীত কমেছে। দিনের তাপমাত্রা বেড়েছে। কারণ, কোথাও মেঘ আর জলীয় বাষ্প বেশি থাকলে শীতের ঠান্ডা বাতাস প্রবাহিত হতে পারে না। ভারতের হিমালয়ের পাদদেশ থেকে ভেসে আসা ওই মেঘ আরও দুই-তিন দিন থাকতে পারে। ফলে উত্তরাঞ্চল ছাড়া দেশের অন্যত্র তেমন শীত থাকবে না। তবে নদীতীরবর্তী এলাকায় মাঝারি থেকে ঘন এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দুই-এক দিন এই মেঘ-বৃষ্টির মধ্যে থাকার পর ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে। জানুয়ারির এক থেকে তিন তারিখের মধ্যে উত্তরাঞ্চল দিয়ে আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। গতকাল সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর দিনের তাপমাত্রা কিছুটা বেড়ে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।