English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২১ ১৮:০৮

ঢাকায় কানাডার নতুন হাইকমিশনার লিলি নিকলস

অনলাইন ডেস্ক
ঢাকায় কানাডার নতুন হাইকমিশনার লিলি নিকলস

ঢাকায় কানাডার নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন লিলি নিকলস। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) কানাডার পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে লিলিসহ মোট ১৭ জন কূটনীতিকের নতুন দায়িত্ব ঘোষণা দেওয়া হয়।

লিলি বর্তমান হাইকমিশনার বেনোই প্রেফনটেইনের স্থলাভিষিক্ত হবেন। আর প্রেফনটেইন যাবেন ভারতের বেঙ্গালুরে কানাডা মিশনের কনস্যুল জেনারেল হিসেবে।

কূটনীতিক লিলি বর্তমানে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (উন্নয়ন গবেষণা ও শিক্ষা) হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি দীর্ঘদিন জাতিসংঘের অর্থনীতিবিদ হিসেবে সেন্ট্রাল আমেরিকা এবং নিউইয়র্কে দায়িত্ব পালন করেছেন।