English Version
আপডেট : ১৬ নভেম্বর, ২০২১ ১৩:৫৪

রাষ্ট্রীয় সফরে আরব আমিরাত গেলেন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক
রাষ্ট্রীয় সফরে আরব আমিরাত গেলেন সেনাপ্রধান

দুই দিনের রাষ্ট্রীয় সফরে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার (১৫ নভেম্বর) সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন। এদিন রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সফরে সংযুক্ত আরব আমিরাতের সেনাপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন জেনারেল শফিউদ্দিন আহমেদ। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন তারা।

এ ছাড়াও জেনারেল শফিউদ্দিন আহমেদ সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হামাদ এম থানি আল-রুমাইথির আমন্ত্রণে দুবাইয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক দুবাই এয়ার শো ২০২১-এ যোগ দেবেন বলেও জানিয়েছে আইএসপিআর।