English Version
আপডেট : ৪ নভেম্বর, ২০২১ ১৩:৫২

সৌদিতে বন্দি বাংলাদেশিদের মুক্তির অনুরোধ

অনলাইন ডেস্ক
সৌদিতে বন্দি বাংলাদেশিদের মুক্তির অনুরোধ

সৌদি আরবের হাইল অঞ্চলের জেলাখানায় বন্দি বাংলাদেশিদের মুক্তির জন্য হাইলের গভর্নর প্রিন্স আবদুল আজিজ বিন সাদকে অনুরোধ করেছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাটোয়ারী হাইলের জেলখানায় বিভিন্ন কারণে বন্দি বাংলাদেশি অভিবাসীদের মুক্তির ব্যাপারে গভর্নরের সহযোগিতা কামনা করেন।

এসময় রাষ্ট্রদূত করোনা আক্রান্ত অভিবাসীদের বিনামূল্যে চিকিৎসা ও করোনাভাইরাসের টিকা দেওয়ায় সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এদিকে রাষ্ট্রদূত পাটোয়ারী হাইলের পুলিশ প্রধান মেজর জেনারেল ড. কিতাব আল ওতাইবির সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে নারী গৃহকর্মীসহ বাংলাদেশি অভিবাসীদের যেকোনও জরুরি সমস্যা সমাধানে পুলিশ প্রধানের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রদূত। পুলিশ প্রধান এ সময় বাংলাদেশিদের যেকোনও প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত বুধবার হাইলে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশি অভিবাসীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শুনে তা সমাধানের আশ্বাস দেন।