English Version
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১ ১৫:৩১

বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর পুরস্কার তুলে দেবেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর পুরস্কার তুলে দেবেন শেখ হাসিনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে তার নামে আন্তর্জাতিক পুরস্কার ঘোষণা করেছে ইউনেস্কো নির্বাহী সংসদ। আর এ পুরস্কার আগামী ১১ নভেম্বর প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে বিজয়ীদের হাতে তুলে দিতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ইউরোপ সফরের বিস্তারিত তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউনেস্কো সদর দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনোমিকস নামের এ পুরস্কার প্রদান করা হবে। এই প্রথম বঙ্গবন্ধুর নামে কোনো আন্তর্জাতিক পুরস্কার ঘোষণা করা হলো। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের।

‘বাংলাদেশে কখনই বঙ্গবন্ধুর নামে কোনো আন্তর্জাতিক পুরস্কার ঘোষিত হয়নি। আমি এটা বলি আমাদের মন্ত্রণালয়ের দূতালির অর্জন। এটা আমরা করতে পেরেছি। ইউনেস্কো সারা দুনিয়াজুড়ে সম্মানিত প্রতিষ্ঠান। তারা এরকম একটি পুরস্কার ঘোষণা করেছে। এজন্য আমরা খুবই আনন্দিত।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘আমাদের জন্য সবচেয়ে গর্বের আনন্দের হলো জাতির পিতার জন্মশত বার্ষিকী ইউনেস্কো যৌথভাবে পালন করবে। এটি ১৬ কোটি বাংলাদেশির জন্য গর্বের বিষয়।’

৩১ নভেম্বর ১৫ দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য ও ফ্রান্স ভ্রমণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (ইউএনএফসিসিসি) কনফারেন্স অফ পার্টিজের ২৬ তম বার্ষিক অধিবেশন ভাষণ দেবেন সরকারপ্রধান। এ ছাড়াও দ্বিপক্ষীয় বৈঠক করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে।

এই সফরে কয়েকটি ব্যবসায়িক সম্মেলনেও অংশ নেয়ার কথা শেখ হাসিনার।