English Version
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১ ১২:০৮

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

অনলাইন ডেস্ক
নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ মঙ্গলবার দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল করবই।’

পল্টন থানার পরিদর্শক (অপারেশন) হিরণ বারী বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ তবে বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দলের কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না তাদেরকে। পল্টন কার্যালয়ের সামনেও কাউকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করেছেন তারা।এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ।