English Version
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১ ১৩:০২

নরেন্দ্র মোদিকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
নরেন্দ্র মোদিকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

ভারত সরকার চলতি বছরের ২১ অক্টোবরের মধ্যে তাদের জনগণকে ১০০ কোটি ডোজ কভিড-১৯ টিকা প্রদানের ঐতিহাসিক মাইলফলক অর্জন করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল মোদিকে পাঠানো এক বার্তায় শেখ হাসিনা উল্লেখ করেন, মানবজাতির ওপর কভিড-১৯ মহামারীর সব চ্যালেঞ্জ সত্ত্বেও এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। তিনি পুনর্ব্যক্ত করে বলেন, এটি ভারত ও এ অঞ্চলের পুনরুদ্ধার এবং স্বাভাবিকতার পথে একটি বড় পদক্ষেপ হবে। মোদিকে প্রধানমন্ত্রী আরো জানান, তার সরকার বাংলাদেশে একটি গণটিকা কর্মসূচি পরিচালনা করছে। বিভিন্ন উৎস থেকে সংগৃহীত করোনার টিকা ছয় কোটিরও বেশি মানুষকে দেয়া হয়েছে। টিকাকরণ কর্মসূচির প্রথম থেকেই ভারত বাংলাদেশের জন্য কভিড-১৯ টিকার একটি গুরুত্বপূর্ণ উৎস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা রফতানি পুনরায় শুরু করায় ভারত সরকারকে ধন্যবাদ জানান এবং আশা করেন, আগামী দিনে এ ক্রয় নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। এ মহামারীর বহুমুখী প্রতিকূল পরিণতি মোকাবেলায় ভারতের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।