English Version
আপডেট : ২১ অক্টোবর, ২০২১ ১৪:২২

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

অনলাইন ডেস্ক
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে একদিনের ছুটি শেষে আবারও হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতব মল্লিক জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটির কারণে গতকাল আমদানি রপ্তানি বন্ধ ছিলো। ছুটি শেষে আজ বৃহস্পতিবার আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আমদানি-রপ্তানি বন্ধের পাশাপাশি বন্দর অভ্যন্তরের সকল কার্যক্রম চালু হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে যাত্রী ফেরত আসা অব্যাহত আছে।