English Version
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১ ১৪:১৬

শাহবাগে সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
শাহবাগে সড়ক অবরোধ

কুমিল্লাসহ সারাদেশের পূজামণ্ডপে ও সনাতন ধর্মাবলম্বীদের ওপর বিভিন্ন হামলা ও ভাঙচুরসহ নির্যাতনের প্রতিবাদে শাহবাগ মোড়ে অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ।

অবরোধের কারণে শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সকালে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা টিএসসি এলাকায় এসে জড়ো হয়। পরে তারা মিছিল নিয়ে শাহবাগে গিয়ে সড়ক অবরোধ করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন‘গতকাল রাতে রংপুরের ঘটনার প্রতিবাদে শাহবাগ মোড়ে জগন্নাথ হলের ছাত্ররা অবস্থান নিয়েছে। যান চলাচল বেশ কিছুক্ষণ ধরে বন্ধ আছে। হলের প্রভোস্ট স্যারও আছেন।’

বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল শাহ বলেন, ‘ আমরা সবাই বাংলাদেশের মানুষ সহলের শরীরে একই রক্ত প্রবাহিত হচ্ছে। তাহলে এ ধর্মীয় উম্মাদনা কেন? সরকারের প্রতি আমাদের দাবি, এই সাম্পদায়িক হামলা বন্ধ করতে হবে। দ্রুত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

এসময় তিনি আরও বলেন, ‘আমরা রোহিঙ্গা না, আমরা বাংলাদেশি। আমাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার আছে। আমাদের এ অধিকারে যারা হাত দিবে তাদের হাত ভেঙে দেয়া হবে। আমরা এভাবে রাস্তা অবরোধ করতে চাইনি। কিন্তু আমাদের বাধ্য করা হয়েছে। যারা আমাদের কারণে যানজটে পড়ে আছেন তাদের কাছে আমরা ক্ষমা চাই।’