English Version
আপডেট : ১২ অক্টোবর, ২০২১ ১১:৫৫

দেশের পুরো নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে: সাবেক নির্বাচন কমিশনার

অনলাইন ডেস্ক
দেশের পুরো নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে: সাবেক নির্বাচন কমিশনার

দেশের পুরো নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে বলে দাবি করেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। আজ সোমবার (১১ অক্টোবর) দুপুরে গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের তৃতীয় তলায় আইকিউএসি মিলনায়তনে ‘ইঙ্গ-মার্কিন প্রচারণা এবং আফগানিস্তান প্রশ্নে তালিবান’ শীর্ষক সেমিনার শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনাররাই বলছে তারা নিজেরাই ভেঙ্গে পরেছে। মাহবুব তালুকদার তো সবার সামনে বলেছে। আরেকজন বলেছে দেশের নির্বাচন যেভাবে হয়েছে আমার ইউনিয়নে যেনো সেভাবে নির্বাচন না হয়। তারা নিজেরাই বলেছে তারা বেঙ্গে পরেছে, তারা আর করতে পারছে না এবং প্রধান নির্বাচন কমিশনার তো কয়েকবার বলেছে আমি কি করবো। ভোটার আনা আমার কাজ নয়। তিনি বলেন, কোনো দেশেই শত ভাগ বলবে না নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমেরিকা এবং ইংল্যান্ডও বলতে পারবে না সুষ্ঠু নির্বাচন হয়েছে। যদি কোনো দেশের নাগরিকরা মনে করেন ৭০ ভাগ ভোট নিজেরা নিজেদের মনোনীত জায়গায় দিতে পেরেছে। সেটাকে আমরা বলি সুষ্ঠু হয়েছে। আমাদের দেশে যদি কোনো পার্টি হাড়ে তাহলে তারা বলবে যে আমাদের বিরুদ্ধে সবাই ছিলো। তবে নির্বাচন কমিশন একা যে নির্বাচন সুষ্ঠু করাতে পারবে এটা দুনিয়ার কেউ বলতে পারবে না।

সাবেক এই কমিশনার বলেন, আমাদের দেশে জুডিশিয়াল ইলেকশন কমিশন কেও সাপোর্ট করতে পারছে না এবং ইলেকশন ব্যবস্থা কে সাপোর্ট করতে পারছে না। অন্যান্য দেশে কিন্ত জুডিশিয়াল বিশাল বড় রোল প্লে করে। নির্বাচন কমিশনকে ক্ষমতা দেয় হয়েছে ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন উপহার দেয়ার জন্য। কিন্তু নির্বাচন কমিশন এটি ব্যবহার করতে পারেনি। কিন্তু আমরা সেইরকম ইলেকশন কমিশনার খুব কম দেখেছি। গত দুই নির্বাচনে ভোটাররা হতাশ হয়েছে। অবশ্যই আমাদের রাজনৈতিক প্রভাব আছেই। সাবেক এই নির্বাচন কমিশনার আফগানিস্তানে আমেরিকার আগ্রাসনের পটভূমি এবং বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন এবং বলেন- বাংলাদেশে যেমন বালিকা বিদ্যালয় আছে আফগানিস্তানে তালিবানও সেটি করতে যাচ্ছে। গণস্বাস্থ্য কেন্দ্র এবং গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশ সরকারের উচিৎ তালিবান সরকারকে স্বীকৃতি দিয়ে সে দেশে দূতাবাস চালু করা। এছাড়া এনজিওগুলোকে আফগানিস্তানের উন্নয়নে কাজ করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম বলেন আমি নিজেই আমেরিকার ওয়াশিংটনে ছিলাম, সেখানে মেয়েরা যতটা না নিরাপদ আফগানিস্তানে বর্তমানে মেয়েরা তার চেয়ে বেশি নিরাপদ। আফগানিস্তান থেকে লিথিয়াম লুট করার চেষ্টায় ছিল আমেরিকানদের প্রধান লক্ষ্য। গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুর সভাপতিত্বে এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন, সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম, গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং অধ্যাপক দিলারা চৌধুরী। গণ বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।