English Version
আপডেট : ১১ অক্টোবর, ২০২১ ১১:১৭

ভাসানচরে রোহিঙ্গাদের আনন্দ মিছিল

অনলাইন ডেস্ক
ভাসানচরে রোহিঙ্গাদের আনন্দ মিছিল

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে আনন্দ আনন্দ মিছিল করেছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের জন্য ভাসানচরেও কাজ করবে জাতিসংঘ। রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে ভাসানচরের কার্যক্রমে যুক্ত হলো জাতিসংঘও। রোববার (১০ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এ আনন্দ মিছিল করেন তারা।

মিছিলটি সিআইসি অফিস (শেল্টার-০৯) থেকে হাসপাতাল রোড হয়ে ১ নং রোহিঙ্গা বাজারের সামনে গিয়ে শেষ হয়। প্রায় এক হাজার রোহিঙ্গা মিছিলটিতে অংশ নেন। এ সসময় তারা বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। তারা জাতিসংঘ ও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে ধন্যবাদ এবং ভাসানচরে স্বাগত জানান। কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পর থেকে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে জাতিসংঘ। ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদেরও মানবিক সহায়তা দিতে সংস্থাটি শনিবার (৯ অক্টোবর) বাংলাদেশ সরকারের সঙ্গে সমঝোতা স্মারকটি (এমওইউ) সই করে। বাংলাদেশের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসীন এবং জাতিসংঘের পক্ষে ইউএনএইচসিআরের কান্ট্রি ডিরেক্টর চুক্তি স্বাক্ষর করেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ ও নিষেধাজ্ঞার মুখে বছর দুয়েক আগেও ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর করা সম্ভব ছিল না। তবে জাতিসংঘের অনিচ্ছা সত্ত্বেও গত বছরের ডিসেম্বর থেকে এক হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া শুরু করে সরকার।

ছয় দফায় এ পর্যন্ত ১৮ হাজার ৫২১ জন রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেয়া হয়েছে। তবে কক্সবাজার থেকে মোট ১ লাখ রোহিঙ্গাকে সরিয়ে নোয়াখালীর ভাসানচরে নেয়ার প্রকল্পে বাংলাদেশ সরকারের খরচ হয়েছে মোট ২ হাজার ৩১২ কোটি টাকা।